২১ জুলাই সমাবেশে (21 July Sahid Diwas) যোগ দিতে বৃহস্পতিবার ভোর থেকেই বাসে, ট্রেনে ও ফেরিতে চেপে রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী ও সমর্থকরা কলকাতায় ঢুকছেন। অন্যদিকে, কলকাতার একাধিক ওয়ার্ড থেকেও ঢাক বাজিয়ে ও শঙ্খ ফুঁ দিয়ে দলীয় কর্মীদের মিছিল করে ধর্মতলায় সমাবেশস্থলে যাওয়ার ছবি চোখে পড়েছে।
এদিন ভোরে ইএম বাইপাসের বেঙ্গল কেমিকেল মোড় থেকে দত্তাবাদ এলাকার দলীয় কর্মী ও সমর্থকরা মিছিল বের করেন। মিছিলে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ ও ছেলেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পরেছিলেন। শঙ্খ বাজিয়ে মিছিলের সূচনা হয়।
INS Vikramaditya: আইএনএস বিক্রমাদিত্যে আগুন, নৌসেনা আধিকারিকের মৃত্যু
এদিন ভোরে গঙ্গাসাগরের তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকরা কচুবেড়িয়া থেকে স্টিমারে চেপে কলকাতার উদ্দেশে রওনা দেন। হলদিয়া থেকে দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে একাধিক বাস এদিন ভোরে কলকাতা এসে পৌঁছয়। অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ট্রেনে চেপে কর্মী ও সমর্থকরা এদিন ভোরে শিয়ালদা স্টেশনে পৌঁছন। এদিন ভোর থেকেই ধর্মতলামুখী সমস্ত রাস্তায় কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এছাড়া যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।