ফের তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে(TMC Group Clash in Santipur) উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার শান্তিপুর। শান্তিপুর থানার(Santipur Police Station) অন্তর্গত টেংরিডাঙ্গা এলাকায় রবিবার পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে বচসা শুরু হয়। দীর্ঘক্ষণ ধরে চলে ব্যাপক বোমাবাজি।
স্থানীয় সূত্রে খবর, আজ সকালে কল থেকে পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। পরে ইটবৃষ্টি এবং ব্যাপক বোমাবাজি(Bombing in Santipur) চলে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলে যান রানাঘাট মহকুমার এসডিপিও(SDPO Ranaghat)। অভিযোগ, দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয় পুলিশকেও। শেষপর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছোড়া হয় কাঁদানে গ্যাস। তাতেও কাজ না হওয়ায় লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় জনতাকে।
এই ঘটনার জেরে পুলিশের তরফে আটক করা হয়েছে কমপক্ষে কুড়িজনকে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে একাধিক তাজা বোমা। জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনের(Panchayet election 2018) পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে এই এলাকা। বাসিন্দাদের অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে(TMC Group Clash in Gayeshpur) রীতিমতো সন্ত্রস্ত তাঁরা। থমথমে এলাকায় এখন টহল দিচ্ছে পুলিশ। এই ঘটনায় কারা কারা জড়িত, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।