হলদিয়ায় (Haldia) শ্রমিক অসন্তোষের অভিযোগ। গ্রেফতার তৃণমূলের শ্রমিক সংগঠনের (Inttuc) দুই নেতা। গ্রেফতার দুই শ্রমিক নেতাকে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে তুলে দেওয়া হল বিশেষ পর্যবেক্ষকের পদটিও।
কারখানা কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তমলুক সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি (Inttuc) সভাপতি তাপস মাইতি ও
হলদিয়ার পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়কে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও দুই শ্রমিককেও। ধৃতদের নাম শেখ মইদুল ও সৌমেন বাগ। ওই কারখানায়
কর্মরত শ্রমিকদের দাবি, গ্রেফতার ওই দুই শ্রমিককে আগেই সাসপেন্ড করা হয়েছিল।
আরও পড়ুন : Drug: মধ্যরাতে বারুইপুর জেলা পুলিশের অভিযান, ২৫ কেজি গাঁজা ও হেরোইন সহ গ্রেফতার ২ পাচারকারী
হলদিয়ার এক্সাইডের (Exide) কারাখায় গত কয়েকদিন ধরেই শ্রমিক অসন্তোষ লেগেছিল বলে অভিযোগ উঠছিল। যদিও এই কারখানার শ্রমিকদের একাংশের
দাবি, শ্রমিক অসন্তোষ হওয়ার মতো তাঁদের কারখায় কোনও পরিবেশ নেই। কারণ, কারখানা কর্তৃপক্ষ কয়েকদিন আগেই তাঁদের বেতন বৃদ্ধি করেছিল। এবং নতুন
বেতন-সহ অ্যারিয়ারের সব টাকা মিটিয়ে দিয়েছিল। তারপরেও কারখানা থেকে সাসপেন্ড ছয় শ্রমিক গেট আটকে বাকি শ্রমিকদের হুমকি দেয় বলে অভিযোগ।
কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, মূলত তৃণমূলের (Tmc) দুই শ্রমিক নেতার মদতে বাকি শ্রমিকদের হুমকি দেওয়া হচ্ছিল। যে কারণে ব্যাহত হচ্ছিল উৎপাদন
(Production)। এবং কারখানার মধ্যে তৈরি হচ্ছিল বিশৃঙ্খলা। কারখানা কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতেই দুর্গাচক থানার পুলিশ মঙ্গলবার আটক করে
আইএনটিটিইউসি মেদিনীপুর জেলা সভাপতি তাপস মাইতি এবং হলদিয়ার পর্যবেক্ষণ সঞ্জয় বন্দ্যোপাধ্যায়কে। দীর্ঘ জেরার পর তাঁদের গ্রেফতার করা হয়।
এদিকে, হলদিয়ার এই ঘটনার জেরে জরুরি বৈঠকে বসেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। ওই বৈঠকেই দুই নেতাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি-র নতুন সভাপতি করা হয়েছে শিবনাথ সরকারকে।