রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য সারদা কর্তা সুদীপ্ত সেনের (Sarada Chit Fund Case) । তাঁর অভিযোগ, তাঁকে ‘ব্ল্যাকমেল’ করে টাকা নিয়েছেন শুভেন্দু। এনিয়ে সিবিআই তদন্তের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস।
শুক্রবার বিধাননগর এমপি-এমএলএ আদালতের সামনে সংবাদমাধ্যমের কাছে এই অভিযোগ করেন সুদীপ্ত সেন। এর আগে তিনি শুভেন্দুর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলে চিঠিও দিয়েছিলেন। এদিন প্রতারণার মামলায় শুনানিতে হাজিরা দিতে আদালতে আসেন সুদীপ্ত সেন। সেখানে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলেন তিনি উত্তরে বলেন, শুভেন্দু তাঁকে ‘ব্ল্যাকমেল’ করতেন। সারদা কর্তা থাকাকালীন তিনি কাঁথিতে শুভেন্দুর ডাকেই গিয়েছিলেন।
Calcutta HC on WBSCDCL: বকেয়া ডিএ না মেটানোয় বিদ্যুৎ পর্ষদের কর্তাদের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের
সুদীপ্ত সেনের এই বিস্ফোরক অভিযোগের পর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করেন। তিনি বলেন, নারদা কাণ্ডে টাকা নেওয়ার অভিযোগের যদি সিবিআই তদন্ত হতে পারে তবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন সিবিআই তদন্ত হবে না? কুণাল শুভেন্দু অধিকারীকে চোর, ‘ব্ল্যাকমেলার’ বলেও অভিহিত করেন। একই সঙ্গে তিনি রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধেও শুভেন্দুকে ‘প্রচ্ছন্ন মদত’ দেওয়ার অভিযোগ তোলেন। কুণাল দাবি করেন, শুভেন্দুকে গ্রেফতার করে তাঁকে সুদীপ্ত সেনের মুখোমুখি বসিয়ে জেরা করা হোক তাহলে প্রকৃত সত্য প্রকাশ পাবে।
যদিও সুদীপ্ত সেনের এই অভিযোগ এবং কুণাল ঘোষের সিবিআই তদন্তের দাবিকে আমল দিতে নারাজ বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এই বিষয়ে তদন্তে চলছে। আগামী দিনেও চলবে। কারা টাকা খেয়েছে তা বাংলার মানুষ জানেন।