রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচনের(Municipal Election 2022) আগে কর্মীদের উদ্দেশ্যে নজিরবিহীন নির্দেশিকা তৃণমূলের(TMC)। রাজনৈতিক মহলের দাবি, গত দুটি পুরভোটে সন্ত্রাসের একাধিক অভিযোগ ওঠে শাসকদল তৃণমূলের(TMC) বিরুদ্ধে। এমনকি, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যা কার্যত স্বীকার করে নেন। তিনি জানিয়েছিলেন, ভোটসন্ত্রাসে অভিযুক্তদের বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যেই ব্যবস্থা নেবে তৃণমূল। তাই এবার আগে থেকেই সতর্ক হল শাসক দল। সে কারণেই গণতান্ত্রিক পরিবেশে ভোট উৎসব চেয়ে কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিল দল।
৫ নম্বর নির্দেশিকায় বলা হয়েছে, 'উৎসবের মেজাজে ভোট হোক। অবাধ গণতান্ত্রিক পরিবেশে ভোট হোক। কাজ ও পরিষেবার ভিত্তিতে মানুষ তৃণমূলকেই(TMC) ভোট দেবেন এবং জেতাবেন। বাড়তি ভোটের জন্য উৎসাহ এমন কেউ কিছু করবেন না, যাতে বিতর্ক তৈরি হয়। মনে রাখুন এটা মিডিয়া(Media) এবং তথ্যপ্রযুক্তির(Technology) যুগ। হাতের ফোনও ক্যামেরা। নিশ্চিত জয়ের মধ্যে এমন কোনও বিচ্ছিন্ন মুহূর্ত রাখা যাবে না, যা নিয়ে পরে কুৎসা হতে পারে।'
আরও পড়ুন- Municipal Election: রাত পোহালেই রাজ্যের ১০৮টি পুরসভার ভোট, শেষবেলার প্রস্তুতিতে ব্যস্ত ভোটকর্মীরা
কলকাতা পুরভোটের(KMC Election 2022) আগে দলীয় কর্মীদের শান্ত থাকার নির্দেশ দেওয়া হলেও অশান্তি এড়ানো যায়নি। এমনকি তার পরের চারটি পুরনির্বাচনে(Municipal Election 2022) ব্যাপক সন্ত্রাস, ভোটলুঠের অভিযোগ ওঠে শাসকদলের(TMC) বিরুদ্ধে। এই পরিস্থিতিতে কোনওরকম প্ররোচনায় পা না দিতে তৃণমূল(TMC) কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।