সন্দেশখালির একের পর এক ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য-রাজনীতি । তৃণমূলের অভিযোগ, সন্দেশখালি নিয়ে চক্রান্ত করেছে বিজেপি। ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে গিয়েছে তৃণমূল । এবার জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মার বিরুদ্ধে তদন্ত চাইছে রাজ্যের শাসকদল । শুক্রবার তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা জানান জাতীয় মহিলা কমিশনের প্রধানের বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাবেন তাঁরা ।
রেখা শর্মার বিরুদ্ধে শশী পাঁজার বিস্ফোরক অভিযোগ, শাসক দলের দাবি, সন্দেশখালিতে মহিলাদের 'মিথ্যে ধর্ষণ' মামলা দায়ের করতে বাধ্য করেছিলেন রেখা । তাঁর বিরুদ্ধে ‘পদের অপব্যবহার’ -এর অভিযোগও তুলেছে তৃণমূল । শশী পাঁজা প্রথমেই বললেন,বাংলার শুভ হোক। সন্দেশখালির শুভ হোক। সন্দেশখালির মহিলাদেরও শুভ হোক।' তারপরই রেখা শর্মার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি ।
শশী পাঁজা বলেন, 'যে স্টিং অপারেশন হয়েছে, তাতে প্রকাশ্যে এল বিজেপির অসত্য চিত্রনাট্য। নারী নির্যাতন হয়নি। তারপর মহিলারা এগিয়ে এসে বলছেন, তাঁরা বলছেন বুঝতে পারেননি কোন কাগজে সই করেছেন। মহিলারা এগিয়ে এসে এই অসত্যের বিরুদ্ধে লড়ছেন। রেখা শর্মার নাম করেছেন একজন মহিলা। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে কমিশনের কাছে যাবে তৃণমূল কংগ্রেস। তাঁর বিরুদ্ধে অভিযোগ জানাব ।'
সন্দেশখালি নিয়ে এখনও পর্যন্ত তিনটি ভিডিও ভাইরাল হয়েছে । একটি স্টিং অপারেশনের, দ্বিতীয়টি সাদা কাগজে সই করানোর অভিযোগ, তিন নম্বর রেখা পাত্রের ভিডিও । যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সব মহলে । যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা ।