১২ ডিসেম্বর হাজরা (Hazra) । মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এলাকা হাজরায় সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । তার ঠিক পরের দিন ১৩ ডিসেম্বর ওই একই জায়গায় পাল্টা সভার ঘোষণা করেছে তৃণমূলও (TMC meeting in Hazra) । শাসকদলের সভায় উপস্থিত থাকতে পারেন মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার । কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে সভা করেছিলেন শুভেন্দু অধিকারী । এবার মুখ্যমন্ত্রীর এলাকায় সভা করবেন শুভেন্দু । এদিকে, বিরোধীদের একচুলও জমি ছাড়তে নারাজ শাসকদলও ।
যদিও, প্রথমে হাজরায় সভা করার জন্য প্রশাসনের অনুমতি পাননি শুভেন্দু । এর পর তিনি দ্বারস্থ হন কলকাতা হাই কোর্টের। আদালত তাঁকে সভা করার অনুমতি দিয়েছে । তবে, শব্দবিধি মেনে সভা করার নির্দেশ দেওয়া হয়েছে । এবার ওই একই জায়গায় তৃণমূলও পাল্টা সভা করবে । শাসকদলের ওই পাল্টা সভা করার বিষয়ে তাদের কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ।
আরও পড়ুন, Recruitment Scam : বিএড কলেজগুলিকে অনুমোদনের জন্য লাখ লাখ টাকা নিতেন পার্থ ও মানিক, দাবি ইডি-র
এদিকে, কাঁথিতে অভিষেকের সভার রেশ মিটতে না মিটতেই ফের সেখানেই সভার ডাক দিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। বিজেপি সূত্রে খবর, অভিষেকের ছোড়া ১৫ দিনের চ্যালেঞ্জের 'জবাব' দিতেই পাল্টা সভা করতে চান রাজ্যের বিরোধী দলনেতা । চলতি মাসের ২১ তারিখ কাঁথিতে সভা করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর ।