বারাণসীতে সমাজবাদী পার্টির হয়ে ভোট প্রচারে গিয়ে বিজেপির বিক্ষোভের মুখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ঘটনার প্রতিবাদে আজ রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাবে তৃণমূল (tmc)। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ব্লকে ব্লকে বিক্ষোভ দেখাবে তৃণমূল। কলেজের গেটে তৃণমূল ছাত্র পরিষদের তরফে প্রতিবাদ জানানো হবে। বুধবার বারাণসীতে কালো পতাকা দেখানো হল তৃণমূল সুপ্রিমোকে, উঠল জয়শ্রী রাম স্লোগান।
বিমানবন্দর থেকে বারাণসীর ঘাটে যাওয়ার পথেই বিজেপির (BJP) তরফে বিক্ষোভ দেখানো হয়। ওঠে জয় শ্রীরাম স্লোগানও। পাল্টা জয় হিন্দ স্লোগান দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গাড়ি থেকে নেমেও তিনি বিক্ষোভের মুখে পড়েন। পাল্টা জয় হিন্দ স্লোগান দিতে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী সঙ্গে থাকা অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির কর্মীরা পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগানও দেন। জেড প্লাস নিরাপত্তা সত্ত্বেও কেন হামলা, সেই প্রশ্ন তুলে ভারপ্রাপ্ত আইপিএস অফিসারদের সাসপেনশনের দাবি তৃণমূল সাংসদ শান্তনু সেনের