২০১৫ সালে পুরসভা নির্বাচনে সবুজ ঝড়ের মধ্যেও বামেদের গড় অক্ষত রেখেছিলেন অশোক ভট্টাচার্য(Ashok Bhattacharya)। তার সাত বছর পর বামেদের শেষ আশাটুকুও ছিনিয়ে নিল তৃণমূল(TMC)। শিলিগুড়ি পুরভোটে(Siliguri Municipal Election 2022) অধিকাংশ আসনেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের(TMC) প্রার্থীরা।
ডাবগ্রাম-ফুলবাড়িতে হারের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছিলেন গৌতম দেবের ওপর। তারপর থেকেই বামদূর্গ শিলিগুড়ি দখলে ঝাঁপান গৌতম দেব। আর ২০২২ পুরভোটে সেই পরিশ্রমের ফল মিলল হাতেনাতে। ইতিমধ্যেই শিলিগুড়ি পুরভোটের সেনাপতি গৌতম দেবের নাম(Goutam Deb) শিলিগুড়ির মেয়র হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Bnaerjee)।
শিলিগুড়িতে দলের জয়ে তৃপ্ত তৃণমূল নেত্রীর কথায়, ‘‘আমি খুশি, শিলিগুড়িতে জয়ের খবর নিয়ে যাচ্ছি। এটা আমার কাছে বড় ব্যাপার। গৌতম দেব মেয়র হবে শিলিগুড়িতে। কারণ ও প্রবীণ নেতা। তবে অন্য জায়গাগুলিতে আমাদের দল সিদ্ধান্ত নেবে।’’
২০১৯ সালের লোকসভা নির্বাচনে 'গুরু' অশোক ভট্টাচার্যকে(Ashok Bhattacharya) হারিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন সদ্য বিজেপিতে(BJP) যোগ দেওয়া প্রাক্তন বামনেতা শংকর ঘোষ(Sankar Ghosh)। ঠিকটা তার দু'বছর পর শিলিগুড়ি পুরভোটে(Siliguri Municipal Election 2022) একেবারে দাঁড়াতেই পারল না বিজেপি(BJP)। দ্বিতীয় স্থানে বামেরা(Left) উঠলেও ব্যবধানে অনেকটাই পিছিয়ে তারা। এমনকি ৬ নম্বর ওয়ার্ডে হেরেছেন শিলিগুড়ি পৌরসভার চেয়ারম্যান অশোক ভট্টাচার্য(Ashok Bhattacharya)।
অন্যদিকে কংগ্রেসের(Congress) অভিযোগ, অশোক ভট্টাচার্যের(Ashok Bhattacharya) অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অহংকারই তৃণমূলকে জিতিয়ে সাহায্য করেছে। কংগ্রেস নেতা শংকর মালাকার(Sankar Malakar) জানান, জোট বেঁধে বাম-কংগ্রেস(Left-Cong) লড়াই করে ভোটারদের আস্থা অর্জন করতে পারা যেত।