রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলাতেও জেলা পরিষদ দখলে রাখল তৃণমূল কংগ্রেস। সেখানে জেলা পরিষদে মোট আসন সংখ্যা ৭০টি। তার মধ্যে ৫৬ টি জেলা পরিষদের আসন দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস এবং ১৪টি আসন বিরোধীদের দখলে গেছে। জেলা পরিষদের ফলাফল প্রকাশ হতেই শুভেন্দুকে টুইটে খোঁচা কুণাল ঘোষের। তাঁর কটাক্ষ, শুভেন্দু অধিকারী ব্লক স্তরের নেতা হয়ে গেছেন।
তবে পঞ্চায়েতে কিছুটা হলেও ক্ষমতা কমেছে শাসক দলের। নন্দীগ্রামে দুটি ব্লক মিলিয়ে মোট ১৭টি গ্রাম পঞ্চায়েত আসন ছিল। তার মধ্যে নন্দীগ্রাম ১ গ্রাম পঞ্চায়েতে রয়েছে ১০টি আসন সেখানে ৫টি শাসক দল জিতলেও বাকি ৫টি দখলে রেখেছে বিজেপি। অন্যদিকে নন্দীগ্রাম ২ ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৪টি জিতেছে বিজেপি এবং ৩টে আসন জিতেছে তৃণমূল কংগ্রেস।