বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জেলা দক্ষিণ দিনাজপুরেই মুখ থুবড়ে পড়ল গেরুয়া শিবির। জেলা পরিষদ নিজেদের দখলেই রাখল তৃণমূল কংগ্রেস। এমনকী পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতেও সিংহভাগ আসন শাসকদলের দখলে গেছে। অন্যদিকে একই চিত্র পশ্চিম বর্ধমানেও। সেখানেও জেলা পরিষদ দখলে রাখল রাজ্যের শাসক দল।
দক্ষিণ দিনাজপুরে জেলা পরিষদের আসন সংখ্যা ছিল ২১টি। সব কটি আসনেই নিরঙ্কুশ জয় পেয়েছে শাসকদল। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জেলায় গেরুয়া শিবিরের এই দশা থেকে অনেকেই চিন্তিত। পাশাপাশি পশ্চিম বর্ধমানে মোট জেলা পরিষদের আসন সংখ্যা ১৮টি। সেখানেও বিরোধীশূন্য করে সবকটি আসনেই জয়ী হয়েছে শাসক দল।
অন্যদিকে দক্ষিণ দিনাজপুরে পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ১৮৯টি। তারমধ্যে ১৬৪টি আসনেই জয় পেয়েছে শাসক শিবির। গ্রাম পঞ্চায়েতের ১৩০৮টি আসনের মধ্যে ৮৭১টি আসনেই জয়ী তৃণমূল কংগ্রেস।
পশ্চিম বর্ধমানের গ্রাম পঞ্চায়েতের ৯৪১টি এবং পঞ্চায়েত সমিতির ১৬৫টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস।