পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা হাওড়ার আমতা থানার চন্দ্রপুর পঞ্চায়েতের চাটরা মোল্লপাড়া এলাকায়। মৃতের নাম লাল্টু মিদ্দ্যা। বয়স ৩৩। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবাদে আমতার চন্দ্রপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত আটটা নাগাদ টোটো চালক লাল্টু বাড়ি ফেরেন। বন্ধুদের সঙ্গে বাড়ির অদূরে আগুন পোহাচ্ছিলেন। রাতে বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু করে পরিবার। ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা শুরু হনি। বাড়ির কাছে একটি পুকুরে দেহ ভেসে উঠতেই, পরিবার যায়। দেহ শনাক্ত করে। ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশও।
ডুবুরি নামিয়ে লাল্টুর দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, দেহে একাধিক আঘাতের চিহ্ন আছে। পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কোনও পুরনো শত্রুতা আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।