মঙ্গলবার রাতে ফের গুলি চলল দিনহাটায় । ওইদিন সকালেই এক তৃণমূল কর্মীর মৃত্যু হয় । এদিন রাতেও তৃণমূল কর্মীর দিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । গুলিবিদ্ধ অবস্থায় ওই কর্মীকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে । কোচবিহারের দিনহাটার গীতালদহের ঘটনা ।
জানা গিয়েছে, যে তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন, তিনি গীতালদহ-১ পঞ্চায়েতের বিদায়ী প্রধান বিজলী খাতুনের ভাই শাহানুর হক । মঙ্গলবার রাতে তিনি নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফিরছিলেন । অভিযোগ সেইসময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা । পেটে গুলি লাগে শাহানুরের । তাঁকে গুরুতর আহত অবস্থায় প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁকে কোচবিহারে স্থানান্তরিত করার পরামর্শ দেন ।
বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল প্রার্থীদের চিহ্নিত করে তাঁদের উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ তৃণমূলের । সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ।