নদীয়ার পর এবার দক্ষিণ ২৪ পরগনা। পঞ্চায়েত ভোটের মুখে এবার গোসাবায়(Gosaba) গুলিবিদ্ধ তৃণমূল কর্মী(TMC Inner Clash) মনোরঞ্জন মণ্ডল। সোমবার সন্ধ্যার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আক্রান্তের দাবি, পুরনো রাজনৈতিক শত্রুতার জেরেই এই ঘটনা।
জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় শম্ভুনগর বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রাস্তাতেই আক্রান্ত হন তৃণমূল কর্মী(TMC Group Cash) মনোরঞ্জন মণ্ডল। ঘটনায় অভিযোগের তীর শম্ভুনগরের প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের প্রধান চিত্ত প্রামাণিকের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনার পর তড়িঘড়ি গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে ক্যানিং মহকুমা হাসপাতালে(Canning Hospital) নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি এনআরএস মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন বলেই খবর।
আরও পড়ুন- Mamata Banerjee : হস্তশিল্প মেলায় আচমকা মুখ্যমন্ত্রী, ঘুরলেন, কিনলেন জিনিসও
ঘটনার খবর পেতেই হাসপাতালে যান ক্যানিংয়ের এসডিপিও(SDPO Canning) দিবাকর দাস। রাতেই এই কাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ(Canning Police Station)। তবে গুলিবিদ্ধ মনোরঞ্জন মণ্ডলের দাবি, প্রাক্তন ওই তৃণমূল কর্মীরা এখন আদতে বিজেপি(BJP) করেন। তবে বিধায়ক(TMC MLA) সুব্রত মণ্ডল জানান, চিত্ত প্রামাণিক এখনও তৃণমূলেই আছেন। তাঁর আরও অভিযোগ বিজেপির(BJP) লোকেরাই তাঁর ভাবমূর্তি নষ্ট করতে এইধরনের ঘটনা ঘটিয়েছে।