দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস। রবিবার সকাল ৫টা নাগাদ ঝাড়খণ্ডের কোডার্মা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। যাত্রীরা সকলেই অল্প-বিস্তর জখম হয়েছে। বাসের সামনে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত যাত্রীদের পুরুলিয়া ফিরিয়ে আনা হচ্ছে। সেখানেই চিকিৎসা হবে তাঁদের।
২ ও ৩ অক্টোবর দিল্লিতে কর্মসূচি রয়েছে তৃণমূলের। ১০০ দিনের জব কার্ড হোল্ডাররা সেই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে একাধিক বাসে দিল্লি রওনা দেন। তোপচাঁচি এলাকা পার করার পর রাস্তায় বাঁক নিতে গিয়ে বিপত্তি হয়। যাত্রীরা জানান, সেই সময় প্রবল বৃষ্টি চলছিল। রাস্তায় কাজ চলছিল। রাস্তায় মাটি রাখা ছিল। সেই মাটিতে ধাক্কা মারে বাসটি। বাসের গতিবেগ সেই সময় ছিল ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।