অবশেষে কাঁথি আদালতে আত্মসমর্পণ করলেন অভিযুক্ত তৃণমূল ছাত্রপরিষদ নেতা শুভদীপ গিরি(TMCP leader Subhadip Giri)। বৃহস্পতিবার সকালে কাঁথি আদালতে(Contai Court) আত্মসমর্পণ করেন তিনি। বৃহস্পতিবারই এই অভিযুক্ত ছাত্রনেতাকে আদালতে তোলা হয়। ধৃতকে হেফাজতে নিতে আবদেনও জানিয়েছে পুলিশ(Contai Police Station)।
গত মাসে হোটেলে নিয়ে গিয়ে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে শুভদীপের(TMCP leader Subhadip Giri) বিরুদ্ধে। এমনকি, ঘটনার কথা বাড়িতে জানালে ছাত্রীর আপত্তিকর ছবি সমাজমাধ্যমে ছড়ানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে পূর্ব মেদিনীপুরের কাঁথির ওই ছাত্রনেতার বিরুদ্ধে। তারপরেই শাসকদলের ওই ছাত্রনেতার বিরুদ্ধে কাঁথি মহিলা থানায়(Contai Women's Police Station) অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর মা।
আরও পড়ুন- UttarPradesh Murder: প্রেগন্যান্ট সন্দেহে মেয়েকে অ্যাসিড ঢেলে হত্যা বাবা-মায়ের, উত্তরপ্রদেশে ধৃত ৪
তাতেও কাজ না হওয়ায় নাবালিকার পরিবার কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) দ্বারস্থ হয়। এরপরই অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেয় হাইকোর্ট। অবশেষে বৃহস্পতিবার কাঁথি থানায় অভিযুক্ত শুভদীপ(TMCP leader Subhadip Giri) আত্মসমর্পণ করে।