কুণাল ঘোষ আগেই ঘোষণা করেছিলেন । সেইমতো সোমবার হাতে গোলাপ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জে পৌঁছে গেলেন তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) কর্মীরা । একইসঙ্গে, তাঁদের হাতে শুভেন্দুর সুস্থতা কামনায় 'গেট ওয়েল সুন'কার্ড । এদিন, গোলাপ ও কার্ড নিয়ে শুভেন্দুর বাড়ি ঢুকতে যায় টিএমসিপি কর্মীরা । পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয় । ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিন প্রসঙ্গে টুইট করে কিছু অভিযোগ তুলেছিলেন শুভেন্দু । সেই অভিযোগের ভিত্তিতেই শুভেন্দুর মানসিক স্থিতিশীলতা নিয়ে সংশয় প্রকাশ করে কটাক্ষ করেন কুণাল । তখনই তিনি ঘোষণা করেছিলেন,বিরোধী দলনেতার সুস্থতা কামনা করে গোলাপ ও কার্ড পাঠানোর কর্মসূচি নিয়েছেন তাঁরা । রবিবার সেই ঘোষণার পর এদিন, সোমবার সকালে কাঁথি কলেজ থেকে মিছিল করে শান্তিকুঞ্জের সামনে জমায়েত করেন বিভিন্ন কলেজের টিএমসিপি কর্মীরা । তাঁদের হাতে একটি করে গোলাপ এবং ‘গেট ওয়েল সুন’ কার্ড । কোনও কোনও কার্ডে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও দেখা যায় ।
কিন্তু,তাঁরা কার্ড নিয়ে শুভেন্দুর বাড়ির কাছাকাছি পৌঁছতেই পুলিশি বাধার সম্মুখীন হন । পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা । তৃণমূলের বিরুদ্ধে পাল্টা স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরাও । ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । শেষে পুলিশের হাতেই কার্ড ও ফুল দিয়ে চলে যান তাঁরা । জানা গিয়েছে, ঘটনার সময় বাড়িতে ছিলেন না শুভেন্দু । কিছুক্ষণ আগে নন্দীগ্রামে সভার উদ্দেশে রওনা দেন তিনি । তবে,বাকি সদস্যরা বাড়িতেই ছিলেন । গন্ডগোলের সময় তাঁরা কেউ বাইরে আসেননি ।