উত্তরবঙ্গে তৃণমূলে ডামাডোল অব্যাহত। আজ বুধবার তুফানগঞ্জে জনসংযোগের কাজ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে, বেশ কয়েকজন তৃণমূল নেতার পদত্যাগের হুমকিতে কার্যত দিশেহার স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ওই নেতাদের অভিযোগ, তাঁরা দলের কাছে অবহেলিত। এই পরিস্থিতিতে ওই নেতাদের বাগে আনতেই এখন তৎপর তুফানগঞ্জের তৃণমূল নেতারা।
তুফানগঞ্জের বেশ কয়েকজন তৃণমূল নেতা আক্ষেপ করে জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরেই দলের মধ্যে ব্রাত্য হয়ে আছেন। কারণ, পুরোন বলে তাঁদের কেউ খুব একটা আমল দেন না। নতুনদের দাপটে অনেকটা পিছনে সারিতে তাঁদের বসিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগেই দল ছাড়ার কথা জানিয়েছেন তাঁরা।
এই পরিস্থিতিতে বুধবারও উত্তরবঙ্গের নানান জায়গায় জনসংযোগের কাজ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।