আজ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া নিরাপত্তায় নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। এক দফাতেই ভোট গ্রহণ পর্ব সম্মন্ন হবে।
প্রায় এক মাস ধরে নির্বাচন কমিশনের উপর একাধিক অভিযোগ করে আসছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এমনকি পক্ষপাতিত্বেরও অভিযোগ তোলা হয়। পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন।
রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পঞ্চায়েতের ৭৩ হাজার ৮৮৭টি বুথের মধ্যে ৯০১৩ টি আসনে ভোট হবে না। অর্থাৎ ওই ১২ শতাংশ আসনে কোনও একটি রাজনৈতিক দল ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে গিয়েছে। বাকি বুথগুলিতে ভোট গ্রহণের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
জানা গিয়েছে, গতকালও রাজ্যের নিরাপত্তা নিয়ে ভারপ্রাপ্ত কোঅর্ডিনেটরের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের কমিশনারের বৈঠক হয়। সেখানেও অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে সওয়াল করা হয়।