আজ, সোমবার চার দিনের মেদিনীপুর সফরে যাচ্ছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মঙ্গলবার থেকে তাঁর কর্মসূচি শুরু হবে। কিন্তু নবান্ন জানিয়েছে, সোমবারই তিনি দুই মেদিনীপুর সফরে বেরিয়ে যাবেন। রাজনৈতিক মহলের মতে, নবান্নের এই কৌশলে কার্যত ভোঁতা হয়ে গেল আগামী মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান। যদিও মুখ্য়মন্ত্রীর এই সফর নিয়ে ইতিমধ্যেই অনেক কটাক্ষ করেছে বিরোধী শিবির। তাতে আমল দিচ্ছে না সরকার।
নবান্ন সূত্রে জানানো হয়েছে, এবার দুই মেদিনীপুরে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্য়মন্ত্রীর। এবারে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শিল্পতালুকে একটি বৈঠক রয়েছে। পূর্ব মেদিনীপুরের জেলাপরিষদের সভাধিপতি দেবব্রত দাস মারা গিয়েছেন। তাঁর জায়গায় অস্থায়ীভাবে দায়িত্ব সামলাচ্ছেন সহ সভাধিপতি শেখ সুফিয়ান। তৃণমূল সুপ্রিমোর সামনেই খড়গপুর শিল্পতালুকের বৈঠকে নতুন জেলা পরিষদের সভাধিপতি নিবার্চন করা হতে পারে। এর জন্য এই বৈঠকে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে। মনে করা হচ্ছে এই বৈঠক থেকে পূর্ব মেদিনীপুর তৃণমূল নেতৃত্বকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার নিমতৌরিতে পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে যোগ দিতে। এই বৈঠক থেকে দিঘার মেরিন ড্রাইভ তিনি উদ্বোধন করতে পারেন। তাজপুর,শংকরপুর, দিঘা জুড়ে সমুদ্রকূল ধরে এই মেরিন ড্রাইভ তৈরির কাজ পূর্ত দফতর অনেক দিন আগেই শেষ করে ফেলেছে। প্রশাসনিক বৈঠক থেকেই তার উদ্বোধন হতে পারে বলে নবান্নের খবর।
এছাড়াও দুই মেদিনীপুর এবং জঙ্গলমহলের জেলাগুলিকে নিয়ে একটি জব ফেয়ারের অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী। এই মেলার উদ্বোধন অবশ্য কলকাতা ছাড়ার আগেই করতে পারেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।