মঙ্গলবার উত্তপ্ত হতে চলেছে সংসদ ভবন। এমনটাই ধারণা রাজনৈতিক মহলের। কারণ আজ প্রশ্নোত্তর পর্বে উঠবে মণিপুর নিয়ে আনা অনাস্থা প্রস্তাব। এদিকে সোমবার সাংসদ পদ ফের ফিরে পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তারপর আজ সরাসরি অনাস্থা প্রস্তাবের আলোচনায় হাজির থাকবেন তিনি। সেকারণে অন্য দিনের তুলনায় আজ বিরোধীদের ঝাঁঝ অনেকটাই বেশি থাকবে বলে মনে করা হচ্ছে।
মণিপুর নিয়ে তোলপাড় সারা দেশ। সরকারকে চাপে রাখতে একের পর এক পদক্ষেপ নিয়েছে বিরোধীরা। ইতিমধ্যে মণিপুরের পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে গিয়েছিলেন বিরোধী জোট মঞ্চ INDIA-র সাংসদরা।
সদ্যগঠিত INDIA মহাজোটের সব রাজনৈতিক দলগুলি মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি করে আসছিল। যদিও কেন্দ্রের শাসকদল সেনিয়ে রাজি ছিল না। তারপর ২৬ জুলাই কংগ্রেস নেতা গৌরব গগৈ সংসদে অনাস্থা প্রস্তাব জমা দেন। স্পিকার সেই প্রস্তাব গ্রহণও করেন।
বর্তমানে লোকসভায় শাসকদল NDA-র হাতে রয়েছে ৩৩১ জন সাংসদ সাংসদ। এবং ইন্ডিয়ার সমর্থনে রয়েছে ১৪৪ জন। ফলে বিরোধীরা অনাস্থা আনলেও সেক্ষেত্রে শাসক দলের উপর কোনও আঁচই পড়বে না। তবে রাজনৈতিক মহলের মত, শুধুমাত্র প্রধানমন্ত্রীর মুখ খোলাতেই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।