তৃণমূল কংগ্রেসের মুখপাত্রর পদ খুইয়েছিলেন আগেই। বুধবার তাঁকে রাজ্য সম্পাদকের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। আর তারপরেই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, রাজ্যে চাকরি দেওয়ার নাম করে যে টাকা তোলা হচ্ছে সেই খবর আগে থেকেই ছিল শীর্ষ নেতৃত্বের কাছে।
Read More- নাম না করে ডেরেককে নিশানা, সৈনিক হিসাবে তৃণমূলে থাকার চেষ্টা করবেন, দাবি কুণালের
বুধবার একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেন কুণাল ঘোষ। তিনি ফাঁস করেন, পার্থ একা নন, একাধিক নেতা চাকরি বিক্রির সঙ্গে যুক্ত। এমনকি নাম না করে তিনি বলেন, "চাকরি বিক্রির সঙ্গে জড়িত এক নেতা এখনও মন্ত্রিসভায় রয়েছেন।" তাঁর দাবি, ২০২১ নির্বাচনের আগেই চাকরি বিক্রির কথা জানল দল।
এদিকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কুণাল ঘোষ দাবি করেন, SSC-র সদিচ্ছা থাকলেই নিয়োগ প্রক্রিয়ার সমস্যার সমাধান করা যেত। এবং এমনকি বিরোধীদের রাজনীতি করতে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাঁর।