ফের বাংলায় টর্নেডো! এক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হুগলীর তারকেশ্বর ও ধনেখালির বেশ কয়েকটি গ্রাম। রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টিতে একাধিক এলাকা জলমগ্ন। এবার প্রবল ঘূর্ণিঝড়ের দাপটে বেশ কয়েকটি বড় বাড়ির চাল উড়ে গিয়েছে। মাটি থেকে গাছ উপড়ে গিয়েছে বলেও খবর। বিপর্যয় মোকাবিলা টিম, দমকল ও পুলিশও ঘটনাস্থলে গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যা ৬টা নাগাদ একটি ঘূর্ণিঝড় হয় তারকেশ্বরের দামোদর সংলগ্ন জিয়ারা গ্রামে। জিয়ারা থেকে শক্তিক্ষয় হয়ে ওই ঝড় ধনেখালির নিশ্চিন্তপুর থেকে বর্ধমানের দিকে যায়। জিয়ারা গ্রামে ক্ষতির পরিমাণ সবথেকে বেশি। এরপর হবিবপুর-মোহনপুর হয়ে সোনাগরিয়ার দিকে যায় ওই ঘূর্ণিঝড়।
স্থানীয় পঞ্চায়েত সূত্রে খবর, কমপক্ষে ২০টি বাড়ির চাল উড়ে গিয়েছে। গাছ পড়ে গিয়েছে। বিদ্যুতের অফিসে খবর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই গাছপালা সরিয়ে উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছে।