রবিবার মোটামুটি শুকনোই ছিল তিলোত্তমা। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর , আগামী তিন দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কারণ হিসেবে হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনাচ্ছে। এর জেরে আগামী তিনদিন বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর।
Calcutta High Court : বিজেপির বাড়ি ঘেরাও, অভিষেকের কর্মসূচিতে স্থগিতাদেশ আদালতের
ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়তে পারে কলকাতার একাধিক এলাকা, পাশাপাশি নদী খাল বিলেও বাড়তে পারে জলস্তর। সোমবার থেকে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।