হুগলীর শ্রীরামপুরের দিল্লি রোডের উপর ভয়ঙ্কর দুর্ঘটনা। যাত্রীবোঝাই টোটোতে লরির ধাক্কা। ঘটনাস্থলেই টোটোচালক-সহ চার জনের মৃত্যু হয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের উচ্চপদস্থ কর্তারা।
জানা গিয়েছে, টোটোটি শ্রীরামপুরের দিক থেকে কোন্নগরের দিকে যাচ্ছিল। আচমকাই পিছন থেকে একটি লরি এসে টোটোতে ধাক্কা মারে। সামনে আরেকটি লরি থাকায় দুটি লড়ির মাঝে পিষে গুঁড়িয়ে যায় টোটোটি। ঘটনাস্থলে মৃত্যু হয় চার জনের।
আরও পড়ুন - উচ্চ-মাধ্যমিকে পাসের হার ৯০ শতাংশ, সেরা পূর্ব মেদিনীপুর
ভয়াবহ দুর্ঘটনা দেখে ছুটে আসেন রাস্তার ধারের দোকানদার এবং স্থানীয় বাসিন্দারা। কিন্তু ততক্ষণে সব শেষ। এরপরেই উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। ওই লরি সহ বেশ কয়েকটি লরিতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। দিল্লি রোড অবরুদ্ধ হয়ে পড়ে।