বড়দিনে (Christmas) উপচে পড়া ভিড় সুন্দরবনে (Sundarban)। স্থানীয় সূত্র এবং প্রশাসন সূত্রের খবর, কয়েক হাজার মানুষ এই মুহূর্তে অবস্থান করছেন সুন্দরবনে। বড়দিনের ছুটি কাটাতে এসেছেন তাঁরা। প্রায় প্রতিটি হোটেলে উপচে পড়া ভিড়। প্রতিটি বোর্ড লঞ্চ বা অন্যান্য জলযানগুলিও বুক হয়ে গেছে বহুদিন আগেই।
মূলত বড়দিনকে কেন্দ্র করে তিনদিনের সুন্দরবন ভ্রমণ বেশ জমে উঠেছে। কলকাতা থেকে সরাসরি গাড়ি নিয়ে সোনাখালি। তারপর সেখান থেকে জলযানে করে সুন্দরবনের জঙ্গলের এক দ্বীপ থেকে অন্য দ্বীপে, এক নদী পেরিয়ে অন্য নদীতে আর অজস্র খাঁড়ির ভিতর দিয়ে পরিবেশক উপলব্ধি করার জন্যই সুন্দরবনের আসা মানুষের। সেই সঙ্গে হরিণ, রয়েল বেঙ্গল টাইগার, বন্য শুকরের দেখা পাওয়া যেতে পারে। এই জন্যই সুন্দরবন ভ্রমণ আসেন হাজার হাজার মানুষ। উপচে পড়া ভিড় তাই এখন সুন্দরবনের সজনেখালি গদখালি পাখিরালয়ের মতো জঙ্গলে ঘেরা রিসোর্ট গুলিতে।