নিম্নচাপের ভ্রুকুটি । বৃহস্পতিবার থেকেই বদলেছে আবহাওয়া । দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ করে দুই মেদিনীপুরে বৃষ্টি শুরু হয়েছে । দিঘার সমুদ্রে পর্যটকদের নামতে নিষেধ করা হয়েছে । প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরের পর থেকেই শুরু হয়েছে মাইকিং । শুক্রবার সকাল থেকে নুলিয়া ও সিভিক ভলেন্টিয়ারদের সতর্ক থাকতে বলা হয়েছে ।
জানা গিয়েছে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত সতর্কতা জারি থাকবে । মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । ইতিমধ্যেই সমস্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরিয়ে আনা হয়েছে । শুক্রবার সকাল থেকেই দিঘার বিচগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ ।
দিঘার সমুদ্র আপাতত স্বাভাবিক আছে । তবে, নিম্নচাপের জেরে যে কোনও সময় পরিস্থিতি বদলাতে পারে । তাই কড়া নজরদারি রাখা হচ্ছে । উল্লেখ্য, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপের কারণে দিঘা-সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় আগামী দু’দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে । কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।