বাঁকুড়ার বিষ্ণুপুরে ঘুরতে গেলে এবার গুনতে হবে গ্যাঁটের কড়ি। কারণ এবার থেকে বিষ্ণুপুরে প্রবেশ করতে গেলে খরচ করতে হবে অতিরিক্ত টাকা। এমনই নির্দেশিকা জারি করল বিষ্ণুপুর পুরসভা।
মন্দির নগরী বিষ্ণুপুরে বহু মানুষ ঘুরতে আসেন। কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে ঘুরতে আসেন। কেউ আবার ভিন রাজ্য থেকে বাস ভাড়া করে আসেন। আর যার জেরে যানজট বাড়ে এলাকায় সেই কারণেই এবার কর নেওয়ার সিদ্ধান্ত নিল বিষ্ণুপুর পুরসভা। আগামী ১ অগাস্ট থেকে কার্যকর হবে নয়া নির্দেশিকা।
আরও পড়ুন - হাওড়ায় ১৫টি বুথে পুনর্নির্বাচন, মোট ২০টি বুথে ফের ভোটগ্রহণ, ঘোষণা কমিশনের
কী বলা হয়েছে নির্দেশিকায়?
বলা হয়েছে, কলকাতা বা ভিন রাজ্যের কেউ বাঁকুড়ার বিষ্ণুপুরে বাসে করে যান সেক্ষেত্রে শহরে প্রবেশ করার জন্য কর দিতে হবে। এতদিন কেবলমাত্র পণ্যবাহী গাড়ি থেকে কর নেওয়া হত। এবার যাত্রী বাহী বাস থেকেও কর নেওয়া হবে।