শৈলশহর দার্জিলিঙে ঘুরতে গেলে এবার থেকে দিতে হবে কর, সম্প্রতি এমনটাই জানিয়েছে দার্জিলিং পুরসভা। সেইমতো, সমস্ত হোটেলগুলিতেও এই নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে। পুরপ্রধান দীপেন ঠাকুরি জানান মূলত, জঞ্জাল সাফ করে দার্জিলিংকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই এই কর নেওয়া হবে পর্যটকদের থেকে। যদিও পর্যটন সংস্থাগুলি এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে। অভিযোগ, কাউকে কিছু না জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে পুরপ্রধান জানান, এই কর নতুন না। আগেও ছিল। মাঝে কয়েকদিন নেওয়া বন্ধ ছিল। কিন্তু পর্যটকদের জন্য দার্জিলিংকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অনেক খরচ হয়ে যাচ্ছে পুরসভার। পাহাড়ে পর্যটকদের সুষ্ঠু পরিষেবা দিতেই এই সিদ্ধান্ত বলেও জানিয়েছেন তিনি। নিয়ম মেনে টেন্ডার ডেকেই এই কর নেওয়া হবে।