দিঘার পর্যটকদের জন্য জারি করা হল নয়া নির্দেশিকা। এবার থেকে সাড়ে ১১টার মধ্যে হোটেলে ফিরতে হবে পর্যটকদের। নির্দেশ না মানলে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে। এছাড়াও ১১টার মধ্যে দিঘার দোকানপাটও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন এই পদক্ষেপ?
জানা গিয়েছে, পর্যটকদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি সময়ে শ্লীলতাহানি ও ছিনতাইয়ের একাধিক ঘটনা ঘটেছে। সেকারণেই প্রশাসনের তরফে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে।
ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচার করা হয়। তার সঙ্গে পর্যটকদের গভীর সমুদ্রে না নামার নির্দেশ দেওয়া হয়েছে।