অবশেষে বাঘের দেখা মিলল সুন্দরবনের বুড়িডাবরি জঙ্গলে। শনিবার, পর্যটকদের কার্যত মেঘ না চাইতেই জল। এদিন দুপুরের দিকে বোটে চড়ে উল্লেখযোগ্য জায়গাগুলি ঘুরে দেখছিলেন পর্যটকেরা, হঠাৎই সবুজে মোড়া জঙ্গলে নজরে আসে কী যেন হলুদ-কালো একটা । আরেকটু এগোতেই বোঝা যায়, নদীর পাড়ে বসে রোদ পোহাচ্ছেন বাঘ বাবাজি।
Swiggy: বছরের শেষ রাতে রেকর্ড বিক্রি বিরিয়ানি, আর কন্ডোমের! তথ্য প্রকাশ স্যুইগির
তবে লঞ্চের শব্দ পেতেই ধাঁ! সেই ছবি ক্যামেরাবন্দিও করেছিলেন অনেক পর্যটক৷ শীতের মরসুমে ভিড় বাড়ছে সুন্দরবনে৷ সবুজের মাঝে রোমাঞ্চ খুঁজতে বুড়িডাবরি, ঝিঙেখালি জঙ্গলেও পর্যটকদের ঢল। সেখানেই ভাগ্য জোরে, শনিবার রয়্যাল বেঙ্গলের ও দেখা পেলেন কেউ কেউ।