সরকারি লাইসেন্স এবং জাতীয় সড়কে গাড়ি চালানোর দাবিতে পথে নামলের রাজ্যের টোটো চালকরা। মঙ্গলবার সকালে হাওড়া ব্রিজ থেকে মিছিল করে পরিবহন ভবন পর্যন্ত পৌঁছন। মিছিলের নাম দেওয়া হয়েছে পরিবহন ভবন চলো অভিযান।
এদিকে সপ্তাহের দ্বিতীয় দিনে হাওড়া ব্রিজে মিছিল করার ফলে যানজট তৈরি হয়। সকাল ১১টার কিছু পরে ওই মিছিল শুরু হওয়ায় স্তব্ধ হয়ে যায় যান চলাচল। নির্দিষ্ট সময়ে অফিস পৌঁছতে অনেককেই বেগ পেতে হয়েছে। খবর পাওয়া গেছে, ওই মিছিলে রয়েছেন প্রায় প্রায় ১৫ থেকে ১৬ হাজার টোটো চালক।