স্বাধীনতা দিবসের (Independence Day 2022) প্রাক্কালে রাজ্যের স্টেশনগুলি কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। স্টেশন চত্বরে ও বাইরে ঘুরছে স্নিফার ডগ। স্টেশনের বাইরের রেললাইনের ট্র্যাকগুলিও পরীক্ষা করা হয়েছে। বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যাও।
রবিবার নদিয়া জেলার রাণাঘাট, কল্যাণী, কৃষ্ণনগর, গেদের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে নাকা-চেকিং করে রেলপুলিশ ও সিআরপিএফ জওয়ানরা। এদিকে বাঁকুড়া স্টেশনেও নিরাপত্তা খতিয়ে দেখছেন রেলওয়ে আধিকারিকরা। রাজ্যের গুরুত্বপূর্ণ স্টেশন আসানসোল, বর্ধমান, চিত্তরঞ্জন, নিউ জলপাইগুড়ি, খড়গপুরকেও কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। রেলের নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে কড়া নজর রাখছে রাজ্য পুলিশও।
আরও পড়ুন: কন্যাশ্রী প্রকল্পের বর্ষপূর্তি, বাংলার মেয়েদের শুভেচ্ছা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর
দেশের স্বাধীনতার অমৃত মহোৎসব অনুষ্ঠানে সেজে উঠেছে রাজ্যের একাধিক স্টেশনও। সেই সব স্টেশনেও বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। স্বাধীনতা দিবসে বিশেষ রুটের ট্রেনগুলিতেও নিরাপত্তা মজবুত করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।