দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি। ১৯৫ নম্বর রেলসেতুতে গঙ্গার জলস্তর বৃদ্ধির জেরে আগাম সতর্কতা জারি করল ইস্টার্ন রেলওয়ে। দুর্ঘটনা এড়াতে জামালপুর-ভাগলপুর বিভাগের একাধিক আপ এবং ডাউন ট্রেন বাতিল করা হল।
আসুন জেনে নিন এই রুটে কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে।
জামালপুর-হাওড়া জামালপুর এক্সপ্রেস
পাটনা-দুমকা পাটনা এক্সপ্রেস
ভাগলপুর-দানাপুর-ভাগলপুর ইন্টারসিটি এক্সপ্রেস
সারায়গড়-দেওঘর সারায়গর এক্সপ্রেস
জামালপুর-সাহিবগঞ্জ জামালপুর প্যাসেঞ্জার
জামালপুর-ভাগলপুর জামালপুর এক্সপ্রেস
জামালপুর-রামপুরহাট প্যাসেঞ্জার
জামালপুর-ভাগলপুর-জামালপুর স্পেশাল
জামালপুর-কিউল-জামালপুর মেমু এক্সপ্রেস
ইস্টার্ন রেল জানিয়েছে, বেশ কিছু ট্রেন ঘুরপথে চলবে
ভাগলপুর-আনন্দবিহার এক্সপ্রেস বাঙ্কা-জেসিডি হয়ে চালানো হবে
বাঙ্কা-রাজেন্দ্রনগর এক্সপ্রেস বাঙ্কা-জেসিডি হয়ে চালানো হবে
গোড্ডা-লোকমান্য তিলক এক্সপ্রেস দুমকা-জেসিডি হয়ে চালানো হবে
রাঁচি-ভাগলপুর-রাচি পরীক্ষার স্পেশাল চলবে সাইথিয়া-রামপুরহাট-বাড়হারোয়া-ভাগলপুর হয়ে
গয়া-হাওড়া এক্সপ্রেস কিউল-ঝাঁঝা-আসানসোল হয়ে চলবে
মালদা টাউন-নিউ দিল্লি এক্সপ্রেস কাটিহার বারাওনি হয়ে চলবে
আজমির-ভাগলপুর এক্সপ্রেস ঝাঁঝা-জেসিডি-বাঙ্কা হয়ে চলবে
বেশি কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে
গোড্ডা-রাঁচি এক্সপ্রেস গোড্ডা পর্যন্ত চলবে
জয়নগর ভাগলপুর এক্সপ্রেস বারাওনি পর্যন্ত চলবে
ভাগলপুর জয়নগর এক্সপ্রেস বারাওনি পর্যন্ত চলবে
ভাগলপুর-মুজাফফরপুর এক্সপ্রেস সমস্তিপুর পর্যন্ত চলবে
কিউল-মালদা টাউন এক্সপ্রেস কিউল পর্যন্ত চলবে
জামালপুর হাওড়া এক্সপ্রেস জামালপুর পর্যন্ত চলবে
সাহিবগঞ্জ-জামালপুর-সাহেবগঞ্জ মেমু প্যাসেঞ্জার ভাগলপুর পর্যন্ত চলবে
রামপুরহাট-গয়া প্যাসেঞ্জারও চলবে সাহেবগঞ্জ পর্যন্ত।
হাওড়া-জয়নগর এক্সপ্রেস কাহালগাঁওন পর্যন্ত চলবে এবং জয়নগর হাওড়া এক্সপ্রেস কাহালগাঁওন পর্যন্তই চালানো হবে।