বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে। তা ক্রমে স্থলভাগের দিকে এগিয়ে আসছে। তীব্র ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হল দক্ষিণ পূর্ব রেলের তরফে। যার মধ্যে মূলত দিঘার ট্রেনই বেশি।
কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?
১) শনিবার বাতিল করা হয়েছে ২২৮৯০ পুরী-দিঘা সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস।
২) রবিবারের ২২৮৯৭ হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস।
৩) রবিবার ০৮১৩৭ পাঁশকুড়া-দিঘা মেমু প্যাসেঞ্জার স্পেশাল বাতিল থাকবে।
৪) রবিবারের ০৮১৩৯ পাঁশকুড়া-দিঘা লোকাল ট্রেন।
৫) সোমবারের ০৮১৩৬ দিঘা-পাঁশকুড়া লোকাল ট্রেন।
৬) সোমবারের ০৮১৩৮ দিঘা-পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল।
৭) রবিবারের ২২৮৮৯ দিঘা-পুরী সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস দিঘার পরিবর্তে খড়গপুর থেকে ছাড়বে।
৮) রবিবার ২২৮৯৮ দিঘা-হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন - সিগন্যালিং সমস্যায় শুক্রবারও অফিস টাইমে মেট্রো বিভ্রাট! চরম সমস্যায় যাত্রীরা
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি শুরু হবে। যার দাপট বাড়বে রবিবার এবং সোমবারে।