ট্রেনের ফাঁকা আসনে পা তুলে পা তুলে বসায় আপত্তি ছিল সহযাত্রীর। সেই নিয়ে বচসার জেরে পা ভাঙল এক যাত্রীর। ট্রেন থেকে নামার পর যাত্রীর ‘পা’ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল অন্য যাত্রীর বিরুদ্ধে। সঙ্গে স্টেশনের আদলা পাথর দিয়ে মাথাতে মারধরের অভিযোগ।
মঙ্গলবার রাতে ওই ঘটনায় গুরুতর জখম হয়ে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে আক্রান্ত রেলযাত্রীকে। বুধবার বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত যুবকের স্ত্রী। পাল্টা অপরপক্ষ থেকেও অভিযোগ জানানো হয়েছে। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে সবটা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
আক্রান্ত বাবু মণ্ডল বর্তমানে সে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সন্ধ্যায় প্লাস্টার করা হয়। পরবর্তীতে অস্ত্রোপচার করা হতে পারে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মালদহ থেকে ফেরার সময় ট্রেনে চকভৃগুর বাসিন্দা বিকাশ মণ্ডলের সঙ্গে চূড়ান্ত বচসা হয়।