ফের রেল দুর্ঘটনা। সোমবার সকালে ১০টা ৫ মিনিটের বর্ধমান-হাওড়া লোকাল কারশেড থেকে আসার সময় তার একটি বগি বর্ধমান (Burdwan) স্টেশনে লাইনচ্যুত হয়। কারশেড থেকে লোকাল ট্রেনটি (Local train) প্ল্যাটফর্মের দিকে আসার সময় ঘটে এই দুর্ঘটনা। ট্রেনের মাঝের একটি বগি লাইনচ্যুত হয়েছে বলেই খবর। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। লাইনচ্যুত বগিটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
রেলসূত্রে জানা গিয়েছে, কারশেড থেকে বর্ধমান স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে কর্ডলাইনের লোকাল ট্রেনটির ঢোকার কথা ছিল। সেই সময়ই স্টেশনে যাওয়ার মুখে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। এর জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় রেল পরিষেবা।
আরও পড়ুন- West Bengal School Reopen : গরমের ছুটি শেষ, কোভিড বিধি মেনে ফের ক্লাসে স্কুল পড়ুয়ারা
তবে যাত্রীরা থাকলে বড় বিপদ হতে পারত বলে মনে করছেন আধিকারিকরা। জানা গিয়েছে, ট্রেনের পিছন দিকের একটি বগি লাইনচ্য়ুত হয়ে বেঁকে যায়। কেন এই দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রেলের ইঞ্জিনিয়াররা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।