হাওড়া থেকে বর্ধমান লোকাল, শেষ ট্রেনটি প্রায় নির্ধারিত সময়ে ছাড়লেও সময়সূচি অনুযায়ী, যখন তার ব্যান্ডেল পৌঁছে যাওয়ার কথা, তখনও সেই ট্রেন হাওড়া স্টেশনের কারশেড টপকাতে পারেনি। যখন ট্রেনটির থাকার কথা শক্তিগড়, তখনও শেওড়াফুলি ঢোকেনি। শনিবার মাঝরাতে এ ভাবেই দুর্ভোগে পড়তে হল যাত্রীদের।
হাওড়া কারশেডে লাইনে কাজ হচ্ছে বলে জানা গিয়েছে।। কিন্তু রেলের তরফে কোনও স্টেশনে কোনও রকম ঘোষণা শোনা যায়নি। ১০টা ১০ মিনিটের বর্ধমান, ১০টা ২০ মিনিট এবং ১০টা ৩০ মিনিটে ব্যান্ডেল লোকাল পর পর দাঁড়িয়ে পড়ে শনিবার। আটকে পড়ে অনেক দূরপাল্লার ট্রেনও। ডাউনেও ট্রেন চলাচল ব্যহত হয়।
Ginger-Garlic Price: মাংসের থেকে আদা-রসুনের দর বেশি, মাথায় হাত মধ্যবিত্তের
ট্রেন থেকে লাফিয়ে নেমে লাইন ধরে হেঁটে কাছের স্টেশনে পৌঁছতে দেখা যায় বহু যাত্রীকে। চূুড়ান্ত- ভোগান্তির শিকার হন যাত্রীরা।