মঙ্গলবার রাতে ফের ভোগান্তির শিকার যাত্রীরা । শিয়ালদহ মেন এবং বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যহত হয় প্রায় দেড় ঘণ্টা । ফলে দমদম স্টেশনে দাঁড়িয়ে পরে একের পর এক ট্রেন । পূর্ব রেলের তরফে জানানো হয়, দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের আগে পয়েন্ট খারাপ থাকায় ট্রেন চলাচল ব্যহত হয় । ফলে রাত সাড়ে ১০টার ট্রেন ছাড়ে প্রায় সাড়ে ১২টার পর । রীতিমতো দুর্ভোগের শিকার হন যাত্রীরা ।
জানা গিয়েছে, শিয়ালদহ থেকে ছাড়া রাত ১০টা ৩৪ মিনিট এবং ১১টার আপ বনগাঁ লোকাল দমদম স্টেশনে দাঁড়িয়ে পড়ে । এছাড়া, দমদমে ঢোকার আগে থমকে যায় শিয়ালদহ-নৈহাটি লোকাল । শুধুমাত্র মেন শাখার ডাউন ট্রেনই যাতায়াত করছিল । রাত ১২টা ২০-এর পর স্বাভাবিক হতে শুরু করে পরিষেবা ।