ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ার জেরে হাওড়ায় ব্যাহত ট্রেন চলাচল। শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ এই ঘটনা ঘটে বলেই খবর। এর জেরে ব্যাহত হয় হাওড়া-খড়্গপুর শাখার ট্রেন চলাচল। চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা।
জানা গিয়েছে, হাওড়া কারশেডের কাছে বিকেল সাড়ে ৪টে নাগাদ ওভারহেড তার ছিঁড়ে যায়। ফলে আপ এবং ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিরীক্ষণ করছেন রেলের ইঞ্জিনিয়াররা। সূত্রের খবর, ওভারহেড তার মেরামতির কাজ শুরুও হয়ে গিয়েছে।
আরও পড়ুন- Water Crisis in Kolkata: ছটপুজোর আগেই কলকাতায় তীব্র জল সংকট, জোড়াবাগানে পথ অবরোধে স্থানীয়রা
ছটপুজোর আগেই এই ঘটনায় সমস্যায় পড়েছেন প্রচুর মানুষ। এছাড়াও দুরদুরান্তের নিত্যযাত্রীরা ট্রেনে দীর্ঘক্ষণ আটকে ছিলেন বলেই খবর। দ্রুত পরিস্থিতি মোকাবিলার আশ্বাস দিয়েছেন পূর্বরেল কর্তৃপক্ষ।