হুগলির কুন্তিঘাট স্টেশনের কাছে রেলের ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত। ব্যান্ডেল-কাটোয়া শাখায় ভোর ৫টা থেকে ডাউন লাইনে একাধিক স্টেশনে লোকাল ট্রেন আটকে পড়েছে। সরস্বতী পুজোর পরের দিন ভোগান্তি নিত্যযাত্রীদের।
ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় মেল ও এক্সপ্রেস ট্রেন আপ লাইন দিয়ে পাস করানো হচ্ছে। নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। অফিস টাইমে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। জানা গিয়েছে, কুন্তিঘাট স্টেশনের কাছে রেলের ওভারহেডের তার মেরামতির কাজ চলছে। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, জানা যায়নি।
আরও পড়ুন: তৃণমূলের 'একলা চলো' নীতি, রাজ্যে ফের কংগ্রেস-CPM জোট ? আজ বৈঠকে অধীর-সেলিম