ওভারহেডের তার ছিঁড়ে পড়ল লোকাল ট্রেনের মহিলা কামড়ার উপর। ঘটনাটি ঘটেছে বনগাঁ-শিয়ালদহ লোকালে। আতঙ্কে বেশ কয়েকজন যাত্রী ট্রেন থেকে ঝাঁপ দেন। তার জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন। এই ঘটনায় গেটম্যানের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। ঘটনার পর বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়।
রবিবার সকালে একটি গাড়ির ধাক্কায় হাবড়া এলাকার ৩০ নম্বর রেলগেট হেলে গিয়েছিল। আপৎকালীন সিগন্যাল গিয়ে ট্রেন চালানো হচ্ছিল। এরপর বনগাঁ-হাবড়া ট্রেন যাওয়ার সময় ওই রেলগেট ওভারহেডের তারে গিয়ে পড়ে। এবং তার ছিঁড়ে ট্রেনের উপর পড়ে। সেসময় আগুনের ফুলকিও দেখা যায়।
এই ঘটনায় রেলের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণচন্দ্র সাহা। তাঁদের অভিযোগ, যাত্রী নিরাপত্তায় বারবার গাফিলতির বিষয়টি সামনে আসছে।