একাধিক দাবিতে রেল অবরোধ কুড়মি সম্প্রদায়ের। ফলে মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে ব্যাহত রেল পরিষেবা। ব্যাহত হয়েছে যান চলাচলও। কুড়মি জাতিকে তপশিলি উপজাতি হিসেবে তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা, সারণা ধর্মের কোড চালু করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ কর্মসূচি নিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। কুড়মালি ভাষায় যে কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'রেল টেকা ও ডহর ছেঁকা'। পরিস্থিতি উত্তপ্ত থাকায় প্রচুর রেল পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুড়মি সম্প্রদায়ের রাজ্য সম্পাদক রাজেশ মাহাতো জানান, "কুড়মি জনজাতির মানুষদের সারনা ধর্ম কোড, আদিম কুড়মি জাতির আত্ম পরিস্থিতি, এসটি তালিকাভুক্ত এবং কুড়মালি ভাষাকে অষ্টম তপশিলির অন্তর্ভুক্ত করার দাবিতে রেল রোকো এবং রাস্তা অবরোধ। পশ্চিমবঙ্গে দুটি জায়গায় রেল রোকো এবং রাস্তা অবরোধ করা হয়েছে। তার মধ্যে একটি পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের মাঝে খেমাশুলি, অন্যটি পুরুলিয়ার কুষতার এলাকায়। তাছাড়া মালদা ও উত্তর দিনাজপুরে রাস্তা অবরোধ করা হবে।"
আরও পড়ুন- Subhendu Adhikary: টিটাগড়েড় স্কুলে বোমাবাজির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে অমিত শাহকে চিঠি শুভেন্দুর
জানা গিয়েছে, মঙ্গলবারের ওই অবরোধের ফলে সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার মাঝে খেমাশুলির কাছে কলকাতা মুম্বই ৬ নম্বর জাতীয় সড়ক যেমন অবরুদ্ধ হয়ে পড়েছে। ব্যাহত হয়েছে খড়্গপুর-টাটা লাইনে ট্রেন চলাচল। পরিস্থিতির কথা ভেবে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে চারটি ট্রেন বাতিল করা হয়েছে। ওই শাখায় চলাচলকারি প্রচুর ট্রেনের যাত্রা পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেলের পক্ষ জানানো হয়েছে, আদ্রা-বরকাখানা মেমু প্যাসেঞ্জার, পুরুলিয়া-আদ্রা মেনু প্যাসেঞ্জার, পুরুলিয়া-আদ্রা মেমু প্যাসেঞ্জার, আসানসোল-রাঁচি প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে।