ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা। সাঁতরাগাছি স্টেশনের চতুর্থ ফুট ওভারব্রিজের কাজের জন্য একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। বদল করা হয়েছে বেশ কিছু দূরপাল্লা ট্রেনের সময়সূচিও। কিছু ট্রেন চালানো হবে খড়্গপুর পর্যন্ত। রেলের তরফে জানানো হয়েছে, রবিবার সকাল ছ'টা থেকে দুপুর দুটো পর্যন্ত এই কাজ চলবে। তবে, লোকাল ট্রেনের বিষয়ে এখনো কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
বাতিল হওয়া ট্রেনের তালিকা
রবিবার টাটানগর – হাওড়া এবং হাওড়া – টাটানগর স্টিল এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
সোমবার হাওড়া – চক্রধরপুর /বোকারো স্টিল সিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
যে ট্রেনগুলির সময়সূচি বদলেছে
রবিবার হাওড়া – মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস দুপুর ২টো ৫ মিনিটের বদলে বিকেল ৪টে ৫ মিনিটে ছাড়বে।
সোমবার হাওড়া – মুম্বই মেল রাত ৯টা ৫০ মিনিটের বদলে রাত ১২টা ২০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।
রবিবার হাওড়া – পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস রাত ১০টা ১০ মিনিটের বদলে রাত ১ টা ১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।
রবিবার হাওড়া – স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু) দুরন্ত এক্সপ্রেস বেলা ১০টা ৫০ মিনিটের বদলে বেলা ১১ টা ৫০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।
যাত্রাপথ সংক্ষেপিত করা হয়েছে
ভদ্রক – হাওড়া, হাওড়া – ভদ্রক, আদ্রা – হাওড়া শিরোমনি এক্সপ্রেস - হাওড়া – আদ্রা শিরোমনি এক্সপ্রেস এই চারটি দূরপাল্লার ট্রেন রবিবার খড়্গপুর পর্যন্ত চলবে।