কলকাতার ট্রামের বয়স হল দেড়শো বছর। সেই উপলক্ষে ট্রামকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য উদ্যোগটি হল- ট্রাম প্যারেড। যা হবে আজ, রবিবার। দেড়শো বছরের ট্রামের বিবর্তন দেখানো হবে শহরবাসীকে। 'ট্রাম যাত্রা' নামে ট্রামপ্রেমী সংগঠনের পক্ষ থেকে ও পরিবহণ দপ্তরের সহযোগিতায় গড়িয়াহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই ট্রাম প্যারেডের আয়োজন করা হয়েছে।
শুক্রবার থেকে আগামী এক সপ্তাহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ট্রামপ্রেমী সংগঠনের পক্ষ থেকে। নোনাপুকুর ট্রাম ডিপোয় পড়ে থাকা প্রায় ১০০ বছরের পুরনো ট্রামও রবিবার দেখা যাবে শহরের রাস্তায়।
কেমন এই অভিজ্ঞতা তা জানালেন কলকাতার ট্রামচালক আনসার রেহমত। তিনি বলেন, আমাদের কাছে এটা অত্যন্ত গর্বের মুহূর্ত। গত ৪০ বছর ধরে আমি কলকাতার বিভিন্ন রুটে ট্রাম চালিয়েছি। এখন ট্রাম কমে গেলেও এই শহরের মানুষ ট্রামে চড়তে চায়। ট্রামের প্রতি ভালোবাসা এখনও রয়ে গিয়েছে। সরকারের কাছে অনুরোধ, ট্রামকে যেন কখনও না তুলে দেওয়া হয়।
২৪ ফেব্রুয়ারি, ১৮৭৩। অস্ট্রেলিয়ান ওয়েলার ঘোড়ার সাহায্যে প্রথম মিউনিসিপ্যাল ট্রামওয়ে চলেছিল ইস্টার্ন রেলওয়ের সদর স্টেশন শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত। আনসারের কথার সুর সেই ইতিহাসের দিকেই যেন নিয়ে চলে শহরকে বারবার।