এবার উচ্চমাধ্যমিকের প্রথম দশের ৮৭ জনের মধ্যে যুগ্মভাবে সপ্তম স্থানে হুগলির শরন্যা। হুগলির চন্ডীতলার জনাই ট্রেনিং হাই স্কুলের পড়ুয়া শরন্যা। তিনি নিজে রূপান্তরকামী। রূপান্তরকামীদের স্বীকৃতি ও অধিকারের লড়াই কঠিন। উচ্চমাধ্যমিকে সাফল্যে পেয়ে জানালেন শরন্যা। স্বপ্ন, সরকারি আমলা বা অধ্যাপক হয়ে সমাজে রূপান্তরকামীদের উন্নয়ন করবেন তিনি।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের মেধাতালিকায় লিঙ্গপরিচয় পুরুষ। নাম শরন্য। কিন্তু নিজের নারী সত্তাতেই বিশ্বাসী তিনি। একাদশ শ্রেণি থেকে নিজেকে রূপান্তরকামী হিসেবে আত্মপ্রকাশ করেন। এই লড়াইয়ে শরন্যা পাশে পেয়েছেন পরিবারকে। শিক্ষক-শিক্ষিকারাও পাশে দাঁড়ান। এবার উচ্চমাধ্যমিকে সাফল্যের পর নিজের মতামত খোলাখুলি জানালেন শরন্যা।
স্কুলের প্রধান শিক্ষক রজতকুমার কুন্ডু জানিয়েছেন, শরন্যা মেধাবী পড়ুয়া। ভাল ফল করবে, তা প্রত্যাশিক ছিল। গত এক দেড় মাসের মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে গিয়েছে। এর পর এমন রেজাল্ট করবে, তা ভাবতে পারেননি কেউই।