এবার আর ট্রামে চড়ে ঠাকুর দেখাবে না পরিবহণ দফতর। তবে রাজ্য পরিবহণ নিগম অবশ্য পুজো দেখার জন্য একাধিক ব্যবস্থা করছে, তা যথেষ্ট আরামদায়ক। রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, দেশ-বিদেশ থেকে প্রচুর মানুষ পুজো দেখতে শহরে আসেন। অনেকে গ্রামের পুজো দেখতেও যান। তাঁদের কথা মাথায় রেখেই বিভিন্ন প্যাকেজ তৈরি করেছি। মোট ৪৫টি বাস রাখা হয়েছে।
কলকাতার সাবেকি পুজো পরিক্রমা
পরিবহণ নিগমের তরফে জানানো হয়েছে, ষষ্ঠী থেকেই ঠাকুর দেখানো শুরু হয়ে যাবে। ভলভো এসি বাসে কলকাতার বনেদি বাড়ির পুজো দেখানো হবে। শোভাবাজার রাজবাড়ি, বেলুড়মঠ, সাবর্ণ রায়চৌধুীর বাড়ি পুজো, বেহালার সোনার দুর্গা বাড়ির পুজো দেখতে পারবেন দর্শনার্থীরা। পরিবহণ নিগমের তরফে জানানো হয়েছে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীতে এই বাস সকাল ৮টায় এসপ্ল্যানেড থেকে ছাড়বে। মাথাপিছু ভাড়া ২০০০ টাকা। থাকবে জলখাবার থেকে লাঞ্চ। জলখাবার থেকে লাঞ্চ, সবই থাকবে। অন্য প্যাকেজে জলপথে দেখানো হবে, উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ পুজোগুলো। মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ ছাড়বে। প্রায় ৫ ঘণ্টা ধরে এই ঠাকুর দেখানো হবে। ভাড়া রাখা হয়েছে ৮০০ টাকা।
গ্রামবাংলার পুজো পরিক্রমা
এছাড়া বিলাসবহুল বাসেও গ্রামবাংলার গুরুত্বপূর্ণ পুজো পরিক্রমাও হবে। শহর থেকে দূরে ধান্যকুড়িয়া ও আড়বালিয়ায় সাবেকী পুজো দেখানো হবে। খরচ হবে ২০০০ টাকা। এছাড়া হাওড়া সিটিসি টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো, বারাসত কলোনি মোড়, ডানলপ, বারাকপুর থেকে নন অসি বাস ছাড়বে। আর অষ্টমীর দিন সকালে কামারপুকুর, জয়রামবাটির পুজো দেখতে নিয়ে যাওয়া হবে নন এসি বাসে। খরচ পড়বে ৮০০ টাকা। পরিবহণ নিগম জানিয়েছেন, WBTC-এর সাইটে গিয়ে বুকিং করতে পারবেন। যোগাযোগ করা যাবে, ৮৬৯৭৭৩৩৩৯১, ৮৬৯৭৭৩৩৩৯, এই দুটি নম্বরে। ৯৮৩০১৭৭০০০ -এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেও টিকিট কাটা যাবে। নিগমের সব ডিপো থেকেও প্যাকেজ বুক করতে পারবেন দর্শনার্থীরা।