ছাত্র-ছাত্রীদের যাতায়াত নিয়ে দুশ্চিন্তা দূর করতে উদ্যোগী রাজ্য সরকার। স্কুল বাস ও পুলকার নিয়ন্ত্রণের জন্য একটি অ্যাপ (WB Transport Department New App) আনতে চলেছে পরিবহণ দফতর। সোমবার একথা জানান রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasish Chakraborty)। তাঁর কথায়, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে অ্যাপটির ব্যবহার করলে অভিভাবকরা সন্তানদের গাড়ির গতিবিধি নজরে রাখতে পারবেন। এই নয়া অ্যাপে স্কুল বাস বা পুলকারের(Pool Car Accident) গতিবিধি সম্পর্কে সচেতন হওয়া যাবে। পাশাপাশি, যাত্রাপথে স্কুল পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত হবে বলে মত পরিবহণ দফতরের।
বেসরকারি স্কুলের ক্ষেত্রেও সমানভাবে কার্যকরী হবে এই অ্যাপ(School Student Safety App)। অ্যান্ড্রয়েড, অ্যাপেলের মোবাইল ফোন থেকে এই অ্যাপটি ডাউনলোডের সুবিধা মিলবে। প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর স্কুল কর্তৃপক্ষের(WB School Students) সঙ্গে সমন্বয় সাধন করে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন অভিভাবকরা।
আরও পড়ুন- Calcutta High Court: আজও বিচারপতি মান্থার এজলাস বয়কটের ডাক হাই কোর্টের তৃণমূলপন্থী আইনজীবীদের
পরিবহণ দফতরের(WB Transport Department New App) এক কর্তার কথায়, জানিয়েছেন, জোর কদমে চলছে অ্যাপ তৈরির কাজ। দ্রুত এই পরিষেবা চালু করতে বদ্ধপরিকর রাজ্য সরকার(West Bengal Govt.)। সংশ্লিষ্ট দফতর সূত্রে খবর, মাস খানেকের মধ্যে এই অ্যাপটি চালু করা হতে পারে বলেই খবর।