করোনার পর থেকে বাস ভাড়া বৃদ্ধি নিয়ে একাধিকবার আলোচনা হলেও, রাজ্যের বাস ভাড়া বৃদ্ধি নিয়ে অনড় রাজ্য সরকার। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্য বাস ভাড়া বৃদ্ধি নিয়ে কোনও চিন্তাভাবনা করছে না। বরং সরকার জোর দিচ্ছে পরিবেশবান্ধব যাত্রী পরিষেবার দিকে। সেই কারণেই সিএনজি ও ই-ভেইক্যাল কেনার দিকে জোর দেওয়া হচ্ছে।
সম্প্রতি উত্তরবঙ্গের আট জেলার পরিবহণ আধিকারিক, অতিরিক্ত জেলাশাসক, এসজেডি, শিলিগুড়ি পৌরনিগম, পরিবহণ উন্নয়ন নিগম ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বৈঠকের পর মন্ত্রী বলেন, 'বাস মালিকদের নিয়ে একাধিকবার আলোচনা করা হলেও তাঁরা কোনও সিদ্ধান্ত নিতে পারেননি। যে কারণে ভাড়া নির্ধারণ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর নতুন করে ভাড়া বাড়ানো যাবে না। কেউ অযথা বেশিই ভাড়া নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।