গঙ্গার ভাঙনে তলিয়ে যাচ্ছে বোটানিক্যাল গার্ডেনের (Botanical Garden) বহু গাছ-গাছালি । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বোট্যানিকাল গার্ডেন কর্তৃপক্ষকে জানিয়েও কোনও কাজ হয়নি । এবার সেই অভিযোগ খতিয়ে দেখতে মঙ্গলবার লঞ্চে চড়ে বোটানিক্যাল গার্ডেনের (Crisis in Botanical Garden) গঙ্গার ধার ঘুরে দেখলেন পরিবেশবিদ সুভাষ দত্ত । তাঁর আশঙ্কা, এভাবে ভাঙন চলতে থাকলে খুব শীঘ্রই বোটানিক্যাল গার্ডেন পুরোটাই গঙ্গার তলায় চলে যাবে ।
স্থানীয়দের অভিযোগ, বোটানিক্যাল গার্ডেনের বহু গাছ-গাছালি ইতিমধ্যে গঙ্গায় তলিয়ে গিয়েছে । মঙ্গলবার গঙ্গার ধার ঘুরে পরিবেশবিদরা দেখেন, বহু জায়গায় ফেন্সিং করা নেই । সেখানে অনেক গাছই হেলে পড়েছে । মাটি ক্ষয়ে গাছের শিকড় বেরিয়ে পড়েছে । আলগা হচ্ছে গঙ্গা সংলগ্ন মাটি । এছাড়া, গঙ্গার পাড়ের যে অংশে ফেন্সিং রয়েছে, সেখানেও গঙ্গার ভাঙনে কংক্রিটের ফেন্সিং আগেই গঙ্গার স্রোতে ভেঙে তলিয়ে গিয়েছে ।
আরও পড়ুন, Jalpaiguri News: আয় বাড়াতে রাজ্য সরকারের বিকল্প উদ্যোগ, উত্তরবঙ্গে সরকারি পার্ক ভাড়া দেবে বন দফতর
পরিবেশবিদ সুভাষ দত্ত জানিয়েছেন, ২০ থেকে ২৫ বছর এভাবেই ভাঙন চলতে থাকলে বোটানিক্যাল গার্ডেন পুরোটাই গঙ্গার তলায় চলে যাবে । যেখানে ভাঙন হচ্ছে সেখানে বি গার্ডেন কর্তৃপক্ষকে কংক্রিটের ফেন্সিং করতে হবে । বি গার্ডেন কর্তৃপক্ষের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে তিনি পরিবেশ আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন ।